আরও পড়ুন:—
- কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?
- ইউরোপের কোন ভূমিরূপটি দেখা যায় না?
- ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
- ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
- ইউরোপের মধ্যে সর্বপ্রথম কোন দেশের নারীরা ভোটাধিকার পায়?
- ইউরোপের সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় কোথায়?
Question: | এশিয়ায় ইউরোপের সর্বশেষ উপনিবেশ কোনটি? |
---|---|
(A) | কর্ষিকা |
(B) | ফকল্যান্ড |
(C) | ম্যাকাও |
(D) | কোনটিই নয় |
প্রশ্নঃ— এশিয়ায় ইউরোপের সর্বশেষ উপনিবেশ কোনটি?
ম্যাকাওকে এশিয়ার শেষ ইউরোপীয় উপনিবেশ হিসেবে বিবেচনা করা হয়। 16 শতকের মাঝামাঝি থেকে 1999 সাল পর্যন্ত এটি একটি পর্তুগিজ উপনিবেশ ছিল, যখন এটি আনুষ্ঠানিকভাবে পর্তুগিজ থেকে চীনা প্রশাসনে স্থানান্তরিত হয় এবং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল (এসএআর) হয়ে ওঠে।
সুতরাং এশিয়ায় ইউরোপের সর্বশেষ উপনিবেশ হলো ম্যাকাও ৷