ami poramanob book by Muhammod Zafar Iqbal pdf download from Recipye.
বইঃ | আমি পরামানব |
লেখকঃ | মুহম্মদ জাফর ইকবাল |
প্রকাশনীঃ | সময় প্রকাশন |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | উপন্যাস বই pdf |

আমি পরামানব pdf download
আমরা যখন কাজ করি তখন প্রতি দুই ঘণ্টা পর আমাদের দশ মিনিটের ছুটি দেওয়া হয় । আমরা সবাই এই ছুটিটার জন্য পাগলের মত অপেক্ষা করি । ক্যাফেটরিয়ায় গিয়ে আমি আমরা চা কফি না হয় জুস খাই । এগুলো ফ্রি । কোনো ইউনিট খরচ করতে হয় না তাই দরকার না থাকলেও বেশ কয়েক মগ খেয়ে ফেলি । সেখানে অন্য শ্রমিকদের সাথে তখন আমি একটু কথাবার্তা বলি । আমি এরকম একজন শ্রমিককে আমার প্রশ্নটা করেছিলাম , তাকে দেখে আমার বেশ চালাক চতুর মনে হয়েছিল ।
কিন্তু কথা বলে বুঝতে পারলাম মানুষটা আমার মতই বোকা । কে জানে হয়তো আমার থেকেও বোকা । প্রশ্নটা শুনে কিছুক্ষণ সে আমার দিকে তাকিয়ে থাকল , তারপর বলল , “ তুমি কি চাও এখানে যন্ত্র লাগিয়ে তোমাকে বেকার বানিয়ে ফেলুক ? আর তুমি কাজকর্ম ছাড়া রাস্তায় রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াও ! ” আমি তাকে কী প্রশ্ন করেছি আর সে তার কী উত্তর দিয়েছে । তাকে এই প্রশ্নটা করে অবশ্য আমার একটা লাভ হয়েছে , আমি বুঝতে পেরেছি মানুষের চেহারা চালাক চতুর হলেই সে চালাক চতুর হয় না । আমার চেহারায় বুদ্ধির কোনো ছাপ নেই , আমি মানুষটাও খুবই সাধারণ ।
Link: ইতি স্মৃতিগন্ধা-সাদাত হোসাইন pdf
আমি পরামানব-মুহম্মদ জাফর ইকবাল pdf download
লেখাপড়া করার সুযোগ পাইনি , অনাথ আশ্রমে যারা বড় হয় তারা লেখাপড়ার সুযোগ পায় না । আমার বাবা মায়ের সাথে কোনোদিন দেখা হবে না , দেখা হলে জিজ্ঞেস করতাম আমাকে যদি অনাথ আশ্রমেই দিয়ে দেবে তাহলে আমায় জন্ম দিল কেন ? আমার জন্ম না হলে এই পৃথিবীর কী ক্ষতি হতো ? ক্যাফেটরিয়ায় বসে বসে ফ্রি জুস খেতে খেতে পুতুলের মত দেখতে মেয়েটাকে লক্ষ্য করি । এই মেয়েটি এখানে একেবারে বেমানান , তার আরো কোনো ভালো জায়গায় থাকার কথা । দেখে মনে হয় মেয়েটার মনে কোনো এক ধরনের দুঃখ আছে ।
তখন আমি মেয়েটার সাথে এক দুইদিন ভাব করার চেষ্টা করেছি , কোনো লাভ হয়নি । এখন আমাকে দেখলে না দেখার ভান করে সরে যায় । আমি অবশ্য মেয়েটাকে কোনো দোষ দেই না , কেন মেয়েটি আমার কাছে আসবে ? আমি অশিক্ষিত শ্রমিক , আমার চেহারাও ভালো না , চেহারার মাঝে বুদ্ধিমত্তার ছাপ নেই । অনাথ আশ্রমে অন্য অনাথ ছেলেমেয়েদের মার খেয়ে খেয়ে অপমান সহ্য করতে করতে বড় হয়েছি । কোনোদিন আমার কোনো মেয়ে বন্ধু ছিল না , মেয়েদের সাথে কীভাবে কথা বলতে হয় আমি জানি না । শুধু মেয়েদের সাথে কেন , অপরিচিত মানুষের সাথেও কথা বলতে পারি না ।
Also Link: নিঃসঙ্গ নক্ষত্র-সাদাত হোসাইন pdf
Link: আমার ডেঞ্জারাস মামী-মুহম্মদ জাফর ইকবাল pdf
Download Now ami poramanob by Muhammod Zafar Iqbal pdf book
FAQ
মুহম্মদ জাফর ইকবাল
সময় প্রকাশন
রকমারিতে বইটির দাম ২০৬ টাকা মাত্র ৷