বাংলা থেকে ইংরেজি অনুবাদ | bangla to english translation

Rate this post

আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা, আজকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ | bangla to english translation বিষয়টি নিয়ে আলোচনা করব ৷ বাংলা আমাদের মাতৃভাষা ৷ ফলে অনেকেই ইংরেজি ভাষাকে ভয় করে থাকেন ৷ তাই ভয়কে কাটিয়ে উঠার জন্য বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার কিছু প্রসেস রয়েছে ৷ যে প্রসেস গুলো ফলো করলে আপনারা সহজেই বাংলা থেকে ইংরেজি অনুবাদ নিজে নিজেই করতে পারেন ৷ এ প্রসেস গুলো দেখতে আমাদের Recipye সাথেই থাকুন ৷

বাংলা থেকে ইংরেজি অনুবাদ | bangla to english translation

bangla to english translation

ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা । আমাদের দেশে মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি ভাষারও রয়েছে ব্যাপক প্রভাব । তাছাড়া ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ ধারণা না থাকলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই হোচট খেতে হয় । অফিস – আদালত , শিক্ষা প্রতিষ্ঠান , অভিবাসন সকল ক্ষেত্রেই ইংরেজি ভাষা বিশেষ মর্যাদায় আসীন । তাই সুষ্ঠু ও নির্ঝঞ্ঝাট জীবনের জন্য সাধারণ কথাবার্তাগুলো ইংরেজিতে বলা সবার জন্যই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে । আর সব ধরনের ইংরেজি শব্দের অর্থ ( meaning ) জানলে ব্যাপারটি হতে পারে পানির মতো সহজ । english translation

কীভাবে ইংরেজি শিখব ?

বাচ্চাদের মতো শেখা

আপনি যখন ছোটো ছিলেন তখন আপনি কিছুই পারতেন না । তাও কি আপনি এখন বাংলায় কথা ভাবতে , শুনতে , বলতে , পড়তে ও লিখতে পারেন না ? এখন আপনার স্বপ্নগুলোও বাংলায় হয় । যদি আপনি ইংল্যান্ডে জন্ম নিতেন তাহলে এখন যেমন বাংলা পারেন ঠিক তেমনি ইংরেজিও পারতেন । কোনো মানুষই মাতৃগর্ভ থেকে ভাষা শিখে আসে না । জন্মের পর সে আস্তে আস্তে একটি ভাষা শিখে । প্রথমে সে শব্দ বলা শিখে তারপর শব্দগুলো মিলিয়ে বাক্য বলার চেষ্টা করে । প্রথম দিকে ভুল হলেও এক সময় সে শব্দগুলো ঠিকমতো মিলিয়ে অর্থবহ একটা বাক্য তৈরি করতে পারে এবং এভাবেই একটা ভাষা সে শিখে । ইংরেজি ভাষাটাও আপনাকে ঠিক সেভাবে শিখতে হবে । english translation

খেলার মতো শেখা

যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ইংরেজি শেখাটা পরীক্ষা মনে হবে ততক্ষণ পর্যন্ত আপনি সহজে ইংরেজি শিখতে পারবেন না । ইংরেজি শিখতে হলে আপনাকে খেলার মতো করে একটা ভাষা মনে করেই শিখতে হবে । যেমন ধরুন , আপনি ঠিক করলেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ইংরেজি চর্চা বা অনুশীলন করবেন এবং এই সময়ের জন্য একটা নির্দিষ্ট পয়েন্ট নির্ধারণ করলেন । তো প্রতিদিন এই সময়ের চেয়ে বেশি অনুশীলন করলে আপনি আরো বোনাস পয়েন্ট পাবেন কিন্তু এর কম হলে আপনার পয়েন্ট কাটা যাবে । এভাবে খেলার মতো করে শিখলে আপনি খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন । bangla to english translation

শব্দ ভান্ডার ও ব্যাকরণ

আপনি ছোটোবেলায় আগে ব্যাকরণ শিখে কি পরে বাংলা বলা শিখেছেন নাকি আগে বাংলা বলা শিখে পরে ব্যাকরণ শিখেছেন ? অবশ্যই আগে বাংলা বলা শিখেছেন তারপর আস্তে আস্তে ব্যাকরণ শিখেছেন । আমি আগেও বলেছি যে , একটা বাচ্চা প্রথমে শব্দ শিখে তারপর সে একটা বাক্য বলার চেষ্টা করে এবং এক সময় সে শব্দ ঠিকমতো মিলিয়ে সে একটা অর্থবহ বাক্য বলতে পারে । ঠিক তেমনি ইংরেজি শিখতে গেলে আপনাকে প্রথমে শব্দ জানতে হবে এবং শব্দ বলার চর্চা করতে হবে । আস্তে আস্তে যখন আপনি শব্দ বলতে শিখে যাবেন তখন বাক্য তৈরির চেষ্টা করবেন । বাক্য তৈরি করতে করতে আপনি বাক্যে শব্দের অবস্থান বুঝতে পারেন এবং এভাবে ব্যকরণ বোঝাও আপনার জন্য সহজ হবে । english translation

চর্চা বা অনুশীলন

কোনো কিছু শিখতে গেলে তার নিয়মিত অনুশীলন করতে হবে । আপনি ঠিক করে নিলেন এটা করবেন কিন্তু নিয়মিত এর অনুশীলন না করলেন তাহলে কখনোই এটা পরিপূর্ণভাবে শেখা হবে না । তাই ইংরেজি ভাষা শিখতে হলেও আপনাকে নিয়মিত এর অনুশীলন করতে হবে ।

ইংরেজি শেখার বই | bangla to english translation book

ইংরেজি শেখার জনপ্রিয় কিছু বইয়ের পিডিএফ লিংক ৷ বইগুলো পড়তে পারেন,,

বই, লেখকপিডিএফ
1. স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে
টু লার্ন ইংলিশ
লেখক: ফরিদ আহমেদ
PDF
2. ঘরে বসে Spoken English
লেখক: মুনজেরিন শহীদ
PDF
3. সবার জন্য Vocabulary
লেখক: মুনজেরিন শহীদ
PDF
4. ইংলিশে দুর্বলদের জন্য
English Therapy

লেখক: সাইফুল ইসলাম
PDF
5. সহজ ভাষায় ইংলিশ গ্রামার
লেখক: সাইফুল ইসলাম
PDF
6. স্মার্ট ফ্রিহ্যান্ড রাইটিং
লেখক: ফরিদ আহমেদ
PDF

bangla to english translation sentence

কতগুলো বাংলা থেকে ইংরেজি অনুবাদ বাক্য

1. আমি তোমাকে হারাতে চাই না english translation

I don’t want to lose you.

2. আমি কি তোমার বন্ধু হতে পারি english translation

Can i be your friend?

3. আমি ইংরেজি বলতে পারি না english translation

I can’t speak English.

4. আমি তোমাকে ছাড়া বাঁচবো না english translation

I can’t live without you.

5. আমি শুয়ে আছি english translation

I’m lying

6. আমি জিপিএ ৫ পেয়েছি english translation

I got GPA 5.