বিফোর দ্য কফি গেটস্ কোল্ড pdf download | সায়েন্স ফিকশন বই pdf

Rate this post

Before the Coffee Gets Cold book by Toshikazu Kawaguchi pdf download from Recipye.

বিফোর দ্য কফি গেটস্ কোল্ড pdf download

Before the Coffee Gets Cold book PDF download
বইঃবিফোর দ্য কফি গেটস্ কোল্ড
লেখকঃতোশিকাযু কাওয়াগুচি
অনুবাদকঃসালমান হক
প্রকাশনীঃআফসার ব্রাদার্স
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃঅনুবাদ সায়েন্স ফিকশন

বিফোর দ্য কফি গেটস্ কোল্ড বই Pdf Download

ক্যাফের বিশেষ সিটটায় একটা মেয়ে চুপচাপ বসে আছে । চেহারা দেখে মনে হচ্ছে হাইস্কুলের ছাত্রী হবে । আয়ত চোখ জোড়ায় মিষ্টি চাহনি । একটা ঘিয়া টার্টলনেক , টারটান – চেক মিনিস্কার্ট , কালো টাইটস আর বাদামি বুট তার পরনে । ডাফেল কোটটা চেয়ার থেকে ঝুলছে । পোশাকগুলো তুলনামূলক বয়স্কদের জন্য হলেও মেয়েটার আচরণে একটা ছেলেমানুষি ভাব আছে । ববকাট চুলে বেশ মানিয়ে গেছে তাকে । চেহারায় মেইক – আপের বালাই নেই , কিন্তু কমনীয় মুখটার কারণে চোখ ফিরিয়ে নিতে ইচ্ছা করে না । লম্বা চোখের পাপড়িগুলো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে । ভবিষ্যৎ থেকে এসেছে সে । কিন্তু ক্যাফেটার বিশেষত্ব না জানা থাকলে কেউ ধরতেও পারবে না সত্যটা । তবে আগস্ট মাসে সচরাচর কেউ এমন পোশাক পড়ে না ।

মেয়েটা কার সাথে দেখা করতে এসেছে সেটা অবশ্য একটা রহস্য । এই মুহূর্তে গোটা ক্যাফেতে নাগারে তোকিতা বাদে আর কেউ নেই । শেফ ইউনিফর্ম পরে কাউন্টারের পেছনে দাঁড়িয়ে আছে বিশালদেহী লোকটা । কিন্তু অনেক ভেবেও মেয়েটার আগমনের হেতু বের করতে পারেনি সে । বেশ কয়েকবার অবশ্য নাগারের দিকে তাকিয়েছে মেয়েটা । কিন্তু সেই দৃষ্টিতে বিশেষ কোনো কিছু নেই । এত বড় একটা মানুষকে পাত্তাই দিচ্ছে না । ক্যাফেতে এই মুহূর্তে আর কেউ নেই । অগত্যা বুকের ওপরে হাত ভাঁজ করে দাঁড়িয়ে মেয়েটার ওপরে নজর রাখছে ক্যাফে মালিক । নাগারে আক্ষরিক অর্থেই বেশ বড়োসড়ো মানুষ ।

অনুবাদ সায়েন্স ফিকশন বই pdf download

নির্জন কোনো স্থানে মেয়েরা সচরাচর তাকে দেখলে কিছুটা ভয়ই পায় । কিন্তু এই মেয়েটার কোনো বিকার নেই । নাগারের সাথে কোনো প্রকার আলাপে জড়ায়নি সে । কিছুক্ষণ পরপর কেবল ঘড়ির দিকে তাকাচ্ছে , যেন কোথাও যাবার তাড়া আছে । খানিক বাদে একটা পরিচিত গন্ধ নাকে এলো নাগারের । টোস্টারের পরিচিত ‘ চিং ‘ শব্দটাও শুনতে পেলো ঠিক সেই সময় । খাবার প্রায় তৈরি হয়ে গেছে । রান্নাঘরে গিয়ে দ্রুত কাজে লেগে পড়লো । মেয়েটার অবশ্য সেদিকে খেয়াল নেই । কফির কাপে চুমুক দিয়ে একবার আলতো করে মাথা নাড়লো । যেন বুঝতে পেরেছে যে হাতে আরো বেশ কিছুক্ষণ সময় আছে ।

রান্নাঘর থেকে ট্রে হাতে বেরিয়ে এলো নাগারে । টোস্ট , মাখন , সালাদ আর দই সাজানো ওখানে । মাখনটা নাগারে নিজেই বানিয়েছে । এই জিনিসটা বরাবরই খুব ভালো হয় তার । বার হোস্টেস হিরাই তো একটা প্লাস্টিকের কন্টেইনারে করে এখান থেকে মাখন বাসায় নিয়ে যায় , এত পছন্দ তার । আগত অতিথিদের নিজের বানানো মাখন তৃপ্তি নিয়ে খেতে দেখলে মনে মনে ভীষণ খুশি হয় নাগারে । সমস্যাটা হচ্ছে , মাখন বানানোর জন্য সবচেয়ে দামি সব উপকরণ ব্যবহার করে সে । কিন্তু অতিথিদের কাছ থেকে মাখনের কোনো দাম রাখা হয় না । মূল খাবারের সাথে আনুষঙ্গিক যা দেওয়া হয় , সেসবের দাম না রাখার ব্যাপারে বরাবরই বদ্ধপরিকর নাগারে । কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করলে ব্যাপারটা ক্যাফের জন্য মোটেও সুবিধাজনক নয় ।

Download Now Before the Coffee Gets Cold book PDF

Link || Link