আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই একটি সুন্দর ডিজাইনের ঘড়ি কেনার কথা ভাবছেন ৷ বর্তমান বাজারে কোন ডিজাইনের ঘড়ি গুলো সবচেয়ে সুন্দর এবং কোন ব্র্যান্ডের ঘড়ি গুলো ভালো তা নিয়ে আজকে বিস্তারিত আমাদের পোস্ট পড়তে থাকুন ৷ একটি সুন্দর ডিজাইনের ও ভালো মনের ঘড়ি আপনের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করবে ৷ তাই আজকে ঘড়ির ডিজাইন মেয়েদের | girls হাত ঘড়ির পিক ও দাম| girls watch design নিয়ে এসেছি ৷ সম্পূর্ণ নতুন কালেকশন ৷ আশা করছি ডিজাইনগুলো দেখে আপনার পছন্দ হবে ৷ পছন্দ অনুযায়ী সুন্দর ডিজাইনের একটি ঘড়ি কিনে নিন ৷ নতুন নতুন কিছু পেতে আমাদের Recipye সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

ঘড়ির ডিজাইন মেয়েদের | girls watch design
হাতঘড়ি ফ্যাশন এবং প্রয়োজন দুটো , সেই প্রাচীনকাল থেকেই।এবং কিছু ক্ষেত্রে ছেলে-মেয়েদের রুচি এবং সামর্থ্যের পরিচায়ক ও বটে । দামী একটি হাতঘড়ি কেনার আগে কিছু ব্যাপার খেয়াল করাই উত্তম । প্রথমত এর ব্রান্ড নেম , এর বডি ম্যাটেরিয়াল , এবং এর ওজন । খুব বেশি ভারি হাতঘড়ি কাজের ক্ষেত্রে লবডঙ্ক । নিজের হাতের সাথে ঘড়ির সাইজের বিষয়টা ও গুরুত্বপূর্ন ।





girls ঘড়ির ডিজাইন | watch design girl 2021-2022
সঠিক সময় জানতে ঘড়ির ব্যবহার গুরুত্বপূর্ণ ৷ আর একটি সুন্দর ওয়াটারপ্রোভ, দামের ঘড়ির তুলনাই হয় না ৷ ঘড়ি কেনার আগে আপনাকে অবশ্যই যাচাই-বাছাই করে ক্রয় করতে হবে ৷ নিচে মেয়েদের সুন্দর সুন্দর ডিজাইনের ঘড়ির নমুনা দেওয়া হলো, আশাকরি পছন্দ হবে ৷



হাতের ঘড়ির ডিজাইন মেয়েদের | ladies watch design



আরও কিছুঃ
1. মেহেদি ডিজাইন | Read |
2. ভালোবাসার পিক | Read |
3. জামার ডিজাইন | Read |
4. বাসর ঘর সাজানোর ডিজাইন | Read |
5. ছেলেদের প্রোফাইল পিকচার ডাউনলোড | Read |
6. আংটির ডিজাইন | Read |
7. কামিজের জামার হাতার ডিজাইন | Read |
8. নুপুরের ডিজাইন | Read |
9. কানের দুলের ডিজাইন | Read |
10. খাটের ডিজাইন | Read |
11. ছেলেদের ইমোশনাল কষ্টের পিক | Read |
12. হিজাব পরা পিক | Read |
-
ঘড়ির ব্র্যান্ডের নাম?
উত্তরঃ যেমন-
১/ রোলেক্স
২/ ওসাকা
৩/ ক্যাসিও
৪/ কিউ এন্ড কিউ
৫/ ওমেগা
৬/ টাইটান
৭/ মাইকেল কোরস
৮/ ক্রস, ফাস্ট্র্যাক
৯/ নেভিফোর্স ইত্যাদি।
এই বিখ্যাত ব্র্যান্ডগুলোর ঘড়ি দেখতে যেমন সুন্দর, পড়লেও বেশ মানিয়ে যায়। -
ঘড়ির দাম কত?
উত্তরঃ একটি ঘড়ির দাম নির্ভর করে গুণমান এবং ব্র্যান্ডের উপর। তা ছাড়া দামও নির্ভর করে কোন দেশ থেকে উৎপাদিত হয় তার উপর। ব্র্যান্ডের ঘড়িতেও রয়েছে ওয়ারেন্টি সুবিধা। উদাহরণস্বরূপ,
১/ মেড ইন সুইজারল্যান্ড ঘড়ির দাম 20,000 টাকা থেকে শুরু হয় এবং 5 লাখ টাকা ছাড়িয়ে যায়৷ ২/ জাপান, চীন ইত্যাদি ব্র্যান্ডের ঘড়ির দাম শুরু হয় ৫ হাজার টাকা থেকে।
৩/ নন-ব্র্যান্ডের রঙিন রাবার, চেইন ও কাপড়ের বেল্টের ঘড়ি বিভিন্ন দোকানে পাবেন ৩০০ থেকে ৩ হাজার টাকায়।
৪/ টাইটান ব্র্যান্ডের ঘড়ির দাম পড়বে ৩ হাজার থেকে ৩২ হাজার টাকা।
৫/ ফাস্ট ট্র্যাক, ক্রেডেনশিয়াল ঘড়ি পাবেন সাড়ে ৩ থেকে ১৬ হাজার টাকায়।
আপনি বাজারে টাইটান ফাস্ট ট্র্যাক এলইডি ডিজিটাল ঘড়ি পাবেন। খরচ পড়বে তিন হাজার টাকা। -
টাইটান ঘড়ির দাম?
উত্তরঃ টাইটান ব্র্যান্ডের ঘড়ির দাম পড়বে ৩ হাজার থেকে ৩২ হাজার টাকা।