how to talk to anyone book by Leil Lowndes pdf download from Recipye.
বইঃ | হাউ টু টক টু এ্যানিওয়ান |
লেখকঃ | লেইল লোনডেস |
অনুবাদকঃ | এ. এস. এম. রাহাত |
প্রকাশনীঃ | দাঁড়িকমা |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | আত্ম-উন্নয়ন ও মেডিটেশন বই pdf |

হাউ টু টক টু এ্যানিওয়ান pdf download
তোমাকে মানুষ যেভাবে দেখে , যেভাবে তোমার ব্যক্তিত্ব তাদের চোখে ধরা পড়ে , ওটা কি পুরোপুরি নির্ভুল ? নির্ভুল বলা যায় । তোমার শারীরিক ও মৌখিক অঙ্গভঙ্গিমা তাদের অলরেডি জানিয়ে দিয়েছে— এই ব্যক্তি কেমন , এই ব্যক্তি কতটা গুরুত্বপূর্ণ । তোমার ব্যক্তিত্ব ঠিক কতটা প্রকট , এটা নির্ভর করছে তোমার বডি ল্যাঙ্গুয়েজের ( শারীরিক অঙ্গভঙ্গির ) উপরে । যেকোনো মানুষের ব্যক্তিত্বের প্রায় ৮০ % অংশ তৈরি করে তার শারীরিক অঙ্গভঙ্গি ।
তুমি কীভাবে কথা বলছো , কীভাবে চলাফেরা করছো , কতটা গুরুত্বপূর্ণ তোমার হাতের ইশারা- সবই কিন্তু এই ৮০ % -এর ভেতরে পড়ে যাচ্ছে । আর বাকি মাত্র ২০ % নির্ভর করছে তোমার কথা কতটা যৌক্তিক , এর উপর । কর্মক্ষেত্রের বদৌলতে আমাকে বিশ্বের বিভিন্ন দেশে থাকতে হয়েছে , বিভিন্ন মানুষের সাথে মিশতে হয়েছে । স্থানীয় ভাষা না জেনেও শারীরিক অঙ্গভঙ্গি কাজে লাগিয়ে এমন অনেক সমস্যা আমি একাই কাটিয়ে উঠেছি । প্রথম সাক্ষাতের সময়টা আমি খুবই সতর্ক থেকেছি , যে কারো ক্ষেত্রেই ।
Link: সিক্রেটস অব ডিভাইন লাভ pdf
হাউ টু টক টু এনিওয়ান বাংলা pdf download
যখনই আমি নতুন কোনো সহকর্মীর সংস্পর্শে এসেছি , তার প্রশংসা করতে কখনো কার্পণ্য করিনি । ওই কোম্পানিতে তার অবস্থান কেন এত গুরুত্বপূর্ণ , সে কীভাবে এত সাবলীলভাবে কাজগুলো করে এবং কোম্পানির জন্য তাদের আত্মত্যাগের কথা আমি নিজ থেকে তুলে ধরতাম । চলাফেরা পর্যবেক্ষণ করেই বুঝে নিতাম , কে কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যক্তি , আর কে কম গুরুত্বপূর্ণ । অন্যের পেটের কথা বা ধারণা বের করার ক্ষমতা আমাদের নেই । চাইলেই আমরা তার সম্বন্ধে এমন কিছু বলতে পারি না , যা আমাদের মাথায় এসেছে । এ কথা সবার জন্যই প্রযোজ্য ।
Link: গুড টাচ ব্যাড টাচ pdf
আত্ম-উন্নয়নমূলক বই pdf download
আমরা যে কারো সম্পর্কে ধারণা পোষণ করি সম্পূর্ণ নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে । বৈজ্ঞানিক সমীক্ষা বলছে , কিছু কিছু ক্ষেত্রে আমাদের আবেগ , আমাদের ধারণা নিতে প্রভাবিত করে । যখনই তুমি এভাবে কাউকে ধন্যবাদ জানাতে শিখে যাবে এবং ওটা তোমার মন থেকে আসবে , মানুষজন তোমায় আরো বেশি ভালবাসবে , আরো বেশি প্রশংসা করবে । তোমার সাথে আরো বেশি লেনদেন করতে পছন্দ করবে ।
সময় বাঁচানোর জন্য এবং বিভিন্ন দূরবর্তী জায়গায় যাওয়ার সুবিধার্থে বিমানের বিকল্প কিছুই হতে পারে না । আমারও যেহেতু ঘনঘন বিভিন্ন জায়গায় যেতে হতো , বিমানে চড়া একটা সাধারণ ব্যাপার ছিল । যাত্রা শেষে দেখা যেত পাইলট এবং সহকারী পাইলট প্লেনের সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে । আমি তাদের উদ্দেশ্য করে বলতাম , ‘ ধন্যবাদ , আমাদের সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য । ‘ তারাও প্রচণ্ড খুশি হতো । ফিরতি বলত , ‘ আপনাকেও ধন্যবাদ , আমাদের সাথে আসার জন্য । ‘
Also Link: স্মার্ট ফ্রিহ্যান্ড রাইটিং pdf
Download Now how to talk to anyone bangla pdf book
FAQ
লেইল লোনডেস, এ. এস. এম. রাহাত (অনুবাদক)
দাঁড়িকমা
রকমারিতে বইটির দাম ২১৩ টাকা মাত্র ৷