Ottoman Empire book by Mahmud Bin Noor pdf download from Recipye.
বইঃ | উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস |
লেখকঃ | ড. আলী মুহাম্মদ আস সাল্লাবী |
অনুবাদকঃ | মাহদি হাসান (অনুবাদক) , কাজী আবুল কালাম সিদ্দীক (অনুবাদক) , মাওলানা আহসান ইলিয়াস (সম্পাদক) , সালমান মোহাম্মদ (সম্পাদক) |
প্রকাশনীঃ | মুহাম্মদ পাবলিকেশন |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | ইসলামি ইতিহাস ও ঐতিহ্য বই pdf |

উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস pdf download
সুলতান মালিক শাহ মৃত্যুর সময়ে চার পুত্র রেখে গিয়েছিলেন । বারকিয়ারক , মুহাম্মদ , সানজার এবং মাহমুদ । মাহমুদ পরবর্তী সময়ে নাসিরুদ্দিন মাহমুদ নামে প্রসিদ্ধ হয়েছিলেন । তিনি তখনও শিশু ছিলেন । সে অবস্থায় সবাই তার হাতে বায়আত গ্রহণ করে । কেননা মালিক শাহের সময়ে তার মা তুরকান খাতুন ছিলেন খুবই প্রভাবশালী । তার শাসনামল স্থায়ী ছিল দু বছর । ৪৮৫ হিজরি ; ১০৯২ খ্রিষ্টাব্দ থেকে ৪৮৭ হিজরি ; ১০৯৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত । এ সময়ের মধ্যেই মাহমুদ এবং তার মা ইনতেকাল করেন । তাদের পরে সিংহাসনে বসেন রুকনুদ্দিন আবুল মুজাফফর বারকিয়ারক বিন মালিক শাহ ।
৪৯৮ হিজরি ; ১১০৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত তার রাজত্ব স্থায়ী হয়েছিল । তার পরে ক্ষমতা লাভ করেন দ্বিতীয় রুকনুদ্দিন মালিক শাহ । সে বছরই গিয়াসুদ্দিন আবু সুজা মুহাম্মদ ক্ষমতা গ্রহণ করেন । ৫২২ হিজরি ; ১১২৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত তার ক্ষমতা স্থায়ী হয়েছিল । তিনি ছিলেন সেলজুক সাম্রাজ্যের শেষ শাসক । মা – ওরাউন্নাহারের পার্শ্ববর্তী অঞ্চলে তাদের বিরাট সাম্রাজ্য গড়ে উঠেছিল এবং খোরাসান , ইরাক ও ইরানেও তাদের নিয়ন্ত্রণ ছিল ।
ড. আলী মুহাম্মদ আস সাল্লাবী বই pdf download
৫২২ হিজরি ; ১১২৮ খ্রিষ্টাব্দে এসে তাদের সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যায় । খাওয়ারিজমের শাহেন শাহের হাতে এই ধ্বংসকল্প সম্পন্ন হয়েছিল । [ ৬০ ] মা – ওরাউন্নাহারের পাশঘেঁষা সেলজুকদের বিশাল সাম্রাজ্যের সমাপ্তির মধ্যদিয়ে সেলজুকদের বন্ধন বিচ্ছিন্ন হয় এবং তাদের ঐক্যের সমাপ্তি ঘটে । শক্তিমত্তার দিক দিয়ে তারা দুর্বল হয়ে পড়ে । বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী , দল ও বাহিনীতে বিভক্ত হয়ে সিংহাসন দখল নিয়ে পরস্পর লড়াইয়ে লিপ্ত হয়ে যায় ।
এর প্রেক্ষিতেই সুবিশাল সেলজুক সাম্রাজ্য কয়েকটি ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায় । এই ছোট ছোট রাজ্যগুলো কোনো একক সুলতানের নির্দেশ মেনে চলত না । যেমনটি তুঘরিল বেক , আলপ আরসালান , মালিক শাহ এবং তাদের পরবর্তীদের আমলে এক শাসকের হুকুম মেনে চলা হতো ; বরং প্রত্যেক রাজত্বই পৃথক নেতৃত্বের মাধ্যমে স্বাধীন রাজ্য পরিচালনা করছিল । তাদের মাঝে উল্লেখযোগ্য কোনো সম্প্রীতি পাওয়া যায় না । [ ৬১ ] এর পরিণামেই মা – ওরাউন্নাহার অঞ্চলে খাওয়ারিজম সাম্রাজ্যের আত্মপ্রকাশ ঘটে ।
উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস pdf free download
তারা দীর্ঘ দিন মঙ্গোলীয়দের আক্রমণের সামনে টিকে ছিল । এর সাথে সাথেই উত্তর ইরাক এবং শামে সেলজুকি রাজত্ব প্রতিষ্ঠিত হয় , যা আতাবিকিয়্যাহ নামে প্রসিদ্ধি লাভ করে । এর মধ্যেই রোমের সেলজুক সাম্রাজ্যের আবির্ভাব ঘটে । এই সাম্রাজ্য ক্রুসেড আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে এশিয়া মাইনরের উত্তর পশ্চিমাঞ্চলে সীমাবদ্ধ করতে সক্ষম হয়েছিল । তবে মঙ্গোলীয়দের অব্যাহত আক্রমণ রোমের সেলজুক সালতানাতকে গুড়িয়ে দিয়েছিল ।
Also Link: নফসের বিরুদ্ধে লড়াই pdf
Download Now Ottoman Empire book PDF
FAQ
ড. আলী মুহাম্মদ আস সাল্লাবী
মুহাম্মদ পাবলিকেশন
রকমারিতে বইটির দাম ৬০০ টাকা মাত্র ৷