Prematal book by Mouri Mariam pdf download from Recipye.
বইঃ | প্রেমাতাল |
লেখকঃ | মৌরি মরিয়ম |
প্রকাশনীঃ | বাংলার প্রকাশন |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | সমকালীন উপন্যাস বই pdf |

প্রেমাতাল pdf download
মুগ্ধ অনেকক্ষণ অপেক্ষা করল শুধু একটা রিপ্লাই আসার জন্য । কিন্তু এলো না । সারারাত ধরে কাঁদতে কাঁদতে গানটা শুনলো তিতির । শুনতে শুনতে ভাবছিল ওদের প্রথম পরিচয়ের কথা । আহা ! কী মিষ্টিই না ছিল মুহূর্তগুলো ! তিতিরের সাথে মুগ্ধর পরিচয়টা খুব অন্যরকমভাবে হয় । আজ থেকে প্রায় ৫ বছর আগে ‘ চলো হারাই ‘ নামের ট্র্যাভেল এজেন্সির একটা ট্যুরে গিয়েছিল ওরা দুজনেই । ট্যুর’টা ছিল বান্দরবানের নাফাখুমে ।
তিতির এইচএসসি পরীক্ষা দিয়ে ফ্রি বসে ছিল । আর মুগ্ধ মাস্টার্স লাস্ট সেমিস্টারে । ওটা ছিল ফ্যামিলির বাইরে তিতিরের সেকেন্ড ট্যুর । প্রথমবার ফ্রেন্ডদের সাথে সিলেট গিয়েছিল এইচএসসি সেকেন্ড ইয়ারে থাকতে । তিতির অবশ্যই খুব ভাগ্যবতী যে ওর ফ্যামিলি ওকে সব ধরনের স্বাধীনতা দিত যা অন্য অনেক মেয়েরা আজও পায় না । ইউটিউবে বান্দরবানের এক অপার সৌন্দর্যময় জলপ্রপাত নাফাখুমকে দেখে তিতিরের মাথা খারাপ হয়ে গিয়েছিল ওখানে যাওয়ার জন্য । তার কিছুদিন পরই ‘ চলো হারাই ’ এর ওই ইভেন্টটার কথা জানতে পারলো । সাথে সাথে বাবাকে দেখালো । তিতিরের বাবা রাফায়েত আলম একটু দোনোমনা করছিল কিন্তু বড়ো ভাই তান্না বলল , ‘ ওকে যেতে দাও বাবা ।
Link: ইতি স্মৃতিগন্ধা-সাদাত হোসাইন pdf
প্রেমাতাল-মৌরি মরিয়ম বই pdf download
আমার তখন ফাইনাল পরীক্ষা চলবে , না হলে আমিও যেতাম । সময়টা ছিল নভেম্বর মাস , শীতের শুরু । রাত ১০ টায় বান্দরবানের উদ্দেশ্যে বাস ছাড়বে । রাফয়েত সাহেব ও তান্না এসে ওকে বাসে তুলে দিলো । ওকে দিতে এসে রাফয়েত সাহেব আরও চিন্তায় পড়ে গেল কারণ , ইভেন্টে সবার সাথেই তাদের বন্ধুবান্ধব , কাজিন কিংবা আত্মীয়স্বজন আছে , শুধু তিতিরের সাথেই কেউ নেই । তিতিরের অবশ্য এতে নিজেকে আরো ফ্রি ফ্রি লাগছিল । বাবা আর ভাইয়া ইভেন্ট ডিরেক্টর সাফি আর দোলা কে বলে গেল যাতে তারা ওর খেয়াল রাখে । দোলা তিতিরকে ওর সিট দেখিয়ে দিলো ।
তিতির বলল , ‘ আপু , রেজিস্ট্রেশনের সময় আমি বলেছিলাম যে আমি জানালার পাশে সিট চাই এট এনি কস্ট ! ’ দোলা চিন্তায় পড়ে গেল । বলল , ‘ সেকি ! ‘ তিতির হেসে বলল , ‘ ওকে আপু , থ্যাংকস ! ’ দোলা চলে গেল । শীতের মৃদুমন্দ বাতাসে তিতিরের হালকা শীত করছিল , কিন্তু জানালাটা বন্ধ করতে ইচ্ছে হলো না । তাই ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিল । সিটটা এলিয়ে আধশোয়া হয়ে জানালার বাইরে তাকিয়ে রইল । ওড়নায় ওর মুখটা ঢাকা । খুব ভালো লাগছিল ।
Also Link: নিঃসঙ্গ নক্ষত্র-সাদাত হোসাইন pdf
Download Now Prematal by Mouri Mariam pdf book
FAQ
মৌরি মরিয়ম
বাংলার প্রকাশন
রকমারিতে বইটির দাম ৪৯৩ টাকা মাত্র ৷