প্রেমাতাল pdf download | Prematal by Mouri Mariam pdf

Rate this post

Prematal book by Mouri Mariam pdf download from Recipye.

বইঃপ্রেমাতাল
লেখকঃমৌরি মরিয়ম
প্রকাশনীঃবাংলার প্রকাশন
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃসমকালীন উপন্যাস বই pdf
Prematal by Mouri Mariam pdf download

প্রেমাতাল pdf download

মুগ্ধ অনেকক্ষণ অপেক্ষা করল শুধু একটা রিপ্লাই আসার জন্য । কিন্তু এলো না । সারারাত ধরে কাঁদতে কাঁদতে গানটা শুনলো তিতির । শুনতে শুনতে ভাবছিল ওদের প্রথম পরিচয়ের কথা । আহা ! কী মিষ্টিই না ছিল মুহূর্তগুলো ! তিতিরের সাথে মুগ্ধর পরিচয়টা খুব অন্যরকমভাবে হয় । আজ থেকে প্রায় ৫ বছর আগে ‘ চলো হারাই ‘ নামের ট্র্যাভেল এজেন্সির একটা ট্যুরে গিয়েছিল ওরা দুজনেই । ট্যুর’টা ছিল বান্দরবানের নাফাখুমে ।

তিতির এইচএসসি পরীক্ষা দিয়ে ফ্রি বসে ছিল । আর মুগ্ধ মাস্টার্স লাস্ট সেমিস্টারে । ওটা ছিল ফ্যামিলির বাইরে তিতিরের সেকেন্ড ট্যুর । প্রথমবার ফ্রেন্ডদের সাথে সিলেট গিয়েছিল এইচএসসি সেকেন্ড ইয়ারে থাকতে । তিতির অবশ্যই খুব ভাগ্যবতী যে ওর ফ্যামিলি ওকে সব ধরনের স্বাধীনতা দিত যা অন্য অনেক মেয়েরা আজও পায় না । ইউটিউবে বান্দরবানের এক অপার সৌন্দর্যময় জলপ্রপাত নাফাখুমকে দেখে তিতিরের মাথা খারাপ হয়ে গিয়েছিল ওখানে যাওয়ার জন্য । তার কিছুদিন পরই ‘ চলো হারাই ’ এর ওই ইভেন্টটার কথা জানতে পারলো । সাথে সাথে বাবাকে দেখালো । তিতিরের বাবা রাফায়েত আলম একটু দোনোমনা করছিল কিন্তু বড়ো ভাই তান্না বলল , ‘ ওকে যেতে দাও বাবা ।

প্রেমাতাল-মৌরি মরিয়ম বই pdf download

আমার তখন ফাইনাল পরীক্ষা চলবে , না হলে আমিও যেতাম । সময়টা ছিল নভেম্বর মাস , শীতের শুরু । রাত ১০ টায় বান্দরবানের উদ্দেশ্যে বাস ছাড়বে । রাফয়েত সাহেব ও তান্না এসে ওকে বাসে তুলে দিলো । ওকে দিতে এসে রাফয়েত সাহেব আরও চিন্তায় পড়ে গেল কারণ , ইভেন্টে সবার সাথেই তাদের বন্ধুবান্ধব , কাজিন কিংবা আত্মীয়স্বজন আছে , শুধু তিতিরের সাথেই কেউ নেই । তিতিরের অবশ্য এতে নিজেকে আরো ফ্রি ফ্রি লাগছিল । বাবা আর ভাইয়া ইভেন্ট ডিরেক্টর সাফি আর দোলা কে বলে গেল যাতে তারা ওর খেয়াল রাখে । দোলা তিতিরকে ওর সিট দেখিয়ে দিলো ।

তিতির বলল , ‘ আপু , রেজিস্ট্রেশনের সময় আমি বলেছিলাম যে আমি জানালার পাশে সিট চাই এট এনি কস্ট ! ’ দোলা চিন্তায় পড়ে গেল । বলল , ‘ সেকি ! ‘ তিতির হেসে বলল , ‘ ওকে আপু , থ্যাংকস ! ’ দোলা চলে গেল । শীতের মৃদুমন্দ বাতাসে তিতিরের হালকা শীত করছিল , কিন্তু জানালাটা বন্ধ করতে ইচ্ছে হলো না । তাই ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিল । সিটটা এলিয়ে আধশোয়া হয়ে জানালার বাইরে তাকিয়ে রইল । ওড়নায় ওর মুখটা ঢাকা । খুব ভালো লাগছিল ।

Download Now Prematal by Mouri Mariam pdf book

FAQ

1. প্রেমাতাল বইটির লেখক কে?

মৌরি মরিয়ম

2. বইটি কোন প্রকাশনীর?

বাংলার প্রকাশন

3. বইটির দাম কত?

রকমারিতে বইটির দাম ৪৯৩ টাকা মাত্র ৷